Sunday, July 10, 2011

মেঘ সিরিজ - ৬

 মেঘছায়ে সজল বায়ে মন আমার

উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥
কোন্‌ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে
তার    দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥
জানি    ফিরিবে না আর ফিরিবে না,     জানি তব পথ গেছে সুদূরে
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন    মম--
তুমি    নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥







2 comments:

  1. আমি একটা মেঘসিরিজ করতে চাই...দোয়া রাইখ...

    জানি ফিরিবে না আর ফিরিবে না, জানি তব পথ গেছে সুদূরে
    পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন মম--
    তুমি নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥

    ReplyDelete