Monday, June 13, 2011

তুমি আসবে বলে তাই ... .... ....

"তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন
চলে যায় ...
সুদিন আসবে বলে ওরা
আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ
মরে যায়!
দেখবে বলে আকাশটাকে 
মাথা উচুঁ করে 
শুধু নোংরা কালো ধোঁয়া
দেখে যায়!!!!!!!!!"


















0 comments:

Post a Comment